Header Ads

logo-miyaji-IT1215

মানবপাচার নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

 `মানবপাচার মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন।' বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে আজ রবিবার দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, অসমতা বৃদ্ধি, জলবায়ু পরিস্থিতির খারাপ অবস্থা ও বাস্তুচ্যুতর হার বেড়ে যাওয়ায় মানুষ সহজেই পাচারের শিকার হচ্ছে। 

গুতেরেস আরো বলেন, মানবপাচারের শিকার হওয়াদের অধিকাংশই নারী ও শিশু। তাদের মধ্যে অনেকেই ভয়াবহ নির্যাতনের শিকার হন। তাদের জোর করে শ্রম দিতে বাধ্য করা হয়। তাদের অনেকে যৌন হেনস্তার শিকার হয়ে থাকেন। 

জাতিসংঘ মহাসচিব দাবি করেছেন, মানবপাচার এখনো পুরোপুরি গুরুত্বের সাথে দেখা হয় না। এ বিষয়ে যথেষ্ট নজরও দেওয়া হয় না। তার মতে এই অবস্থার পরিবর্তন জরুরি।

No comments