Header Ads

logo-miyaji-IT1215

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ / সহকারী স্টেশন মাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://br.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শণ করবেন।

User ID এবং Password পুনরুদ্ধার:

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Password, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

  • i. User ID জানা থাকলে BR<Space>Help<Space> User < Space > User ID & Send to 16222 Example : BR Help User ABCDEF & Send to 16222 (ABCDEF এর স্থলে User ID নম্বর বসাতে হবে)।
  • ii.PIN Number জানা থাকলে BR<Space>Help<Space>PIN <Space> PIN No & Send to 16222 Example: BR Help PIN 12345678 & Send to 16222 (12345678 এর স্থলে PIN নম্বর বসাতে হবে)।

পত্রিকাছাড়াও পিআইবি’র ওয়েবসাইট www.railway.gov.bd এর নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today/ ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ড হতে জানা যাবে।

অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: PIB, Post Name ****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

Online আবেদন এবং টাকা জমার কাজটি আবেদনকারী নিজেই করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনটি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

প্রাধিকার কোটায় আবেদনের ক্ষেত্রে আবেদনের সময় সংশ্লিষ্ট কোটা নির্বাচন করতে হবে। আবেদন দাখিলের জন্য নির্ধারিত তারিখের পর ইস্যুকৃত কোটা সংক্রান্ত কোনো সনদ গ্রহণ করা হবে না।

লিখিত পরীক্ষার সময় প্রার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইকেট্রনিক ডিভাইস, বই, ব্যাগ, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি আনতে পারবেন না। পরীক্ষা চলাকালে এরূপ কোনো সামগ্রী পাওয়া গেলে প্রার্থীতা বাতিলসহ উক্ত প্রার্থীকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিঃ দ্রঃ- বাংলাদেশ রেলওয়ের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। তাই দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে বাংলাদেশ রেলওয়েতে চাকরি পাবার কোনো সুযোগ নেই। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা, থানা অথবা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Railway job circular 2024 pdf download

Railway job circular 2024 pdf download. বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। Railway job circular 2024 pdf download http://www.railway.gov.bd এবং http://br.teletalk.com.bd/-এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং বাংলাদেশ রেলওয়ে চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি 2024 PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Railway Job Circular 2024-1
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Railway Job Circular 2024-1
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Railway Job Circular 2024-2
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Railway Job Circular 2024-2
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Railway Job Circular 2024-3

No comments