Header Ads

logo-miyaji-IT1215

আমি ভালোবাসি আমাকে...

 

আজমেরী হক বাঁধন, ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সুবাদে শোবিজে পা রাখেন তিনি। এরপর মডেলিং এবং অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখেন প্রতিনিয়ত। এই অভিনেত্রী ২০২১ সালে রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোড়ন তুলে দেন। দেশের গণ্ডি পেরিয়ে কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রশংসিত হয় সিনেমাটি। শুধু তাই নয়, এই চলচ্চিত্রে অভিনয়ের দরুণ সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।

পরিবারকে সময় দিচ্ছি... বর্তমান দিনকাল খুব ভালোই যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই পর্দায় নেই আমি। এ বছরের জানুয়ারি মাসের শেষের দিকে একটা কাজ করেছি। ওইভাবে নতুন কোনো শুটিং এখনো শুরু করিনি। তবে প্রস্তুতি চলছে বেশ কয়েকটা কাজের। এই ফাঁকে আমি নতুন করে ড্রাইভিং শিখেছি। আমার লাইসেন্সও হয়ে গেছে। পাশাপাশি সাঁতার শিখেছি। এই দুটো নতুন বিষয় নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। আর সবকিছুর বাইরে আমার মেয়ে ও পরিবার। পরিবারের সঙ্গেই সময় কাটছে আপাতত।

বলা বারণ... সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই ‘ডেল্টা টুয়েন্টি ফিফটি ওয়ান’ শিরোনামে একটি কাজের ঘোষণা দেওয়া হয়েছে। আরও কাজের কথা চলছে কিন্তু হইচইয়ের সিরিজটা নিয়েই প্রস্তুতি চলছে। তবে এটা নিয়ে শুটিংয়ের আগে কোনো কিছু বলা এক ধরনের নিষেধ আসে। আর অন্য যে কাজগুলো আছে, তা নিয়ে কিছু বলার মতো ঘটনা ঘটেনি। যদি আমার কোনো কাজের কথা বলার মতো কোনো জায়গায় যায় তাহলে অবশ্যই আমি তা জানাব। কিন্তু যা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছেনি, সেটা নিয়ে কিছু বলতে চাই না। সব চূড়ান্ত হলেই বলতে পারব।

এই বেশ ভালো আছি... যেখানেই যাই, সেখানেই ঘুরিয়ে-ফিরিয়ে কিংবা ইনিয়ে-বিনিয়ে ওই প্রসঙ্গটা আসবেই। তবে বরাবরই আমি, একই উত্তর দিয়ে আসছি, সেটা হলোÑ আপতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি যেমন আছি, ভীষণ ভালো আছি। আমার বাচ্চা নিয়ে, আমার জীবন নিয়ে, আমার নিজের স্বাধীনতা নিয়ে আমি বেশ ভালো আছি। ওই অর্থে বিয়ে নিয়ে চিন্তা করার সময় একদমই মাথায় নেই। যদি কখনো পরিকল্পনা করি তাহলে অবশ্যই সবার আগে গণমাধ্যমকে জানাব।

আমি ভালোবাসি আমাকে... আমার ব্যক্তিত্ব নিয়েই অনেকের ভয় কাজ করে। শুধু যে লুকের জন্য তা নয়, আমার কথা বলা, চলা, স্টাইল সবকিছু নিয়েই হয়তো অনেকের জন্য অস্বস্তিকর। তাই অনেক সময় দেখি, বিভিন্ন মন্তব্য করে থাকেন তারা। ওই অর্থে তাদের নিয়ে আমি কিছুই বলতে চাই না কিংবা আমার ভাবনার জায়গাতেও রাখতে চাই না। আমি শুধু আমাকেই বলতে চাই, আমি ভালোবাসি আমাকে, মাত্র ভালোবাসতে শিখেছি। নিজের অধিকারগুলো বুঝে পেতে চেষ্টা করছি। নিজের স্বাধীনতাকে উপভোগ করার চেষ্টা করছি মাত্র। সে ক্ষেত্রে যদি এটা কারও খুব বেশি একটা গ্রহণযোগ্য না হয়, সেখানে তো আমার হাতে কিছু নেই। যার যার মন-মানসিকতা যে রকম, সে তেমনভাবেই চিন্তা করবে। আমি আমার মতো করে বাঁচতে চাই। নিজেকে সময় দিতে চাই। অন্য কারও কথায় না।

ফেরা হবে কি না জানি না... এটা সত্যি, টিভি নাটক দিয়েই আমি আজকের আজমেরী হক বাঁধন হয়েছি। কিন্তু অনেকদিন ধরেই টিভি নাটকে কেমন যেন এক অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। নানা কারণে টিভি নাটক থেকে দূরে সরে রয়েছি। এখানে আগের মতো করে অভিনয় করা হবে কি না, তা এখনো বলতে পারছি না। তবে আগ্রহ নেই টিভি নাটকে, এমনটাও বলছি না। কিন্তু কাজের মানটা আসলে খুব জরুরি এখন আমার কাছে। যদি ভালো মানের নাটক হয়, তাহলে করার সম্ভাবনা বেশি। তবে কাজের মানের জন্য যে কষ্ট অতীতে হয়েছিল কিংবা হবে, সেই কাজগুলো থেকে বিরতি নিয়েছি। আর যদি বলেন টাকার জন্য যদি কাজ করছি তাহলে সবচেয়ে ভালো অপশন হচ্ছে প্রমোশনাল কাজ অথবা বিজ্ঞাপন। তবে বিজ্ঞাপন, ওটিটির জন্য ওয়েব ফিল্ম কিংবা শর্ট ফ্লিম, ওয়েব সিরিজ এগুলো নিয়মিত করাতে আমি তো অবশ্যই আগ্রহী।

No comments