Header Ads

logo-miyaji-IT1215

মাহীর রজস্যময় স্ট্যাটাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে



 চলতি বছরের মার্চেই ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অগ্নিখ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহী। ছেলের নাম রেখেছেন ফারিশ। এ কারণেই বর্তমানে মাতৃত্বকালীন অবকাশে রয়েছেন তিনি। মাঝখানে শোনা গিয়েছিল, শিগগিরই ফিরবেন চলচ্চিত্রে। এ জন্য নিয়মিত ব্যয়ামও করছেন তিনি। এর মধ্যেই নতুন একটি খবর জোরাল গুঞ্জন ছড়ায়।

মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিয়া মাহীর দেওয়া একটি রজস্যময় স্ট্যাটাসকে ঘিরেই তৈরি হয়েছে নানান জল্পনা-কল্পনা। স্ট্যাটাসটি দেওয়ার পর থেকেই দ্বিতীয়বারের মতো মাহীর মা হওয়ারও খবর স্পষ্ট হয়ে ওঠে অনেকের কাছে। নিজের ভেরিফাইড ফেসবুুক অ্যাকাউন্টে এই নায়িকা লিখেছেন, ‘আমি তুমি আর আমাদের দুইটা ফুল।’ আর এতেই নেটিজেনদের মনে মা হওয়ার গুঞ্জন যেন বাসা বেঁধেছে। তাহলে কি আবারও মা হতে চলেছেন এই নায়িকা?

রহস্যময় এই পোস্টের ব্যাখ্যায় অনেকেই ধারণা করছেন, চিত্রনায়িকা মাহী সম্ভবত নিজেকে, তার স্বামী রকিব সরকার, ছেলে ফারিশ এবং অনাগত সন্তানের কথাই বুঝিয়েছেন। শুধু তাই নয়, দেশের কিছুই অনলাইন পোর্টালেও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে খবরও প্রকাশ হয়।

কিন্তু আসলেই কি তাই? এ বিষয়ে মাহীর কাছে জানতে চাইলে সরাসরি বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, ‘এটা সত্য নয়। আমি মা হতে যাচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে, তা মিথ্যা। মা হওয়ার খবর থাকলে তা আনন্দের সঙ্গে জানিয়ে দিতাম।’ তাহলে ফেসবুকে ওই স্ট্যাটাসের অর্থ কী? এ প্রশ্নের উত্তরে মাহী বলেন, ‘আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। আমি দুমি আর আমাদের দুটি ফুল- এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো এমন আকাক্সক্ষার কথাই প্রকাশ করেছি।’

এরই মধ্যে মাহীর এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে তার সহকর্মী ও ভক্তরা অভিনন্দনে ভাসাচ্ছেন তাকে। তাদের ধারণা, দুটি ফুল বলতে ছোট্ট ছেলে মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন তিনি। মাহীর সেই পোস্টে এক মন্তব্যে অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন, এক সঙ্গে দুজনকে দেখতে আসব।’ চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘যা ভাবছি, যদি তাই হয়, তা হলে অভিনন্দন।’ চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি লিখেছেন, ‘অভিনন্দন, এবার কইন্যা।’ এমন বিভিন্ন মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন এই নায়িকা। বিয়ের দেড় বছরের মাথায় সন্তানের জন্ম দেন তিনি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহী। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালের মে মাসে ভেঙে যায়।

No comments