Header Ads

logo-miyaji-IT1215

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

 


ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসুচী পালিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ এসব কর্মসুচী পালন করে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা এ দাবীতে ব্যানার ও প্লাকার্ড নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে। পরে সেখান থেকে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান (রাজা), যুগ্ম-সাধারন সম্পাদক মো. দুলাল মোল্যা, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মিহির কান্তি গোলদার, সাধারন সম্পাদক মো. রাইসুল ইসলাম, ন্যাশনাল সাভিস কর্মী রবিউল ইসলাম, সৈয়দা পলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সব কর্মসূচিতে দেশের ৩৭টি জেলার ১২৮টি উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মীরা অংশ গ্রহন করেন।




মিয়াজী  আইটি
থানাহাট বাজার,চিলমারী,কুড়িগ্রাম
01911146407


No comments