Header Ads

logo-miyaji-IT1215

প্রথমবার-ই চিলমারীতে মিয়াজী আইটির ঝলক


 জুমপ্রতিদিন২৪ প্রতিবেদকঃ মুহাঃ ওয়াজকুরুনী রহমান

কুড়িগ্রামের চিলমারীতে- মিয়াজী আইটি ইন্সটিটিউট থেকে কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীর মধ্য থেকে তিনজন জিপি.এ-৫ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়। শিক্ষার্থীরা হল মোহাম্মদ ফাহিম বিল্লাহ, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ আফ্রিদি সহ শতকরা ৯৭ ভাগ পাস করে উপজেলায় সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয় । মিয়াজী আইটি পরিচালক মোহাম্মদ নাজমুল হক নয়ন বলেন, সামনের দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে তথ্যপ্রযুক্তি সম্পর্কে জানার কোন বিকল্প নাই আর এই তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে হলে কম্পিউটারে দক্ষ হতে হবে। আমাদের সমাজের যারা শিক্ষিত বেকার যুবক আছে কম্পিউটারে দক্ষতা অর্জন করে ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারে।




মিয়াজী আইটিতে ছয় মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শিখানো হয় প্রশিক্ষণ শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।
আমাদের মিয়াজী আইটি ট্রেনিং সেন্টার মাত্র ১১ মাসে আশানুরূপ ফলাফল অর্জন করায় মিয়াজী আইটি গর্বিত।




মিয়াজী  আইটি
থানাহাট বাজার,চিলমারী,কুড়িগ্রাম
01911146407

No comments