মৃত্যুর ৩০ বছর পরেও অক্ষত অবস্থায় ছিলো
এই সেই কুরিগ্রামের ঘুঘু মুন্সী ! যার লাশ মৃত্যুর ৩০ বছর পরেও অক্ষত অবস্থায় ছিলো,! এমনকি তার কাফনের কাপড় পর্যন্ত নস্ট হয়নি! সুবহানআল্লাহ!
তার নাম ছিলো বশির উদ্দিন মুন্সী, সব সময় জোরে জোরে আল্লাহর জিকির করতো বিদায় গ্রামের মানুষ তাকে ঘুঘু মুন্সী বলে ডাকতো! তিনি #চরমোনাই'র পীর সাহেব সৈয়দ ইসহাক রহ. এর মুরিদ ছিলেন । তার ইন্তেকালের প্রথম ২০ বছর পর যখন নদী ভাঙ্গনে কবর ভেঙ্গেছে, তার লাশ কাফন সহ তাজা বাহির হয়েছে, তারপর আবার দাফন করা হয়।
দাফনের ১০ বছর পর আবারও তার লাশ কাফন সহ তাজা পাওয়া গিয়েছে । পরে তাকে কুড়িগ্রাম ফজলুল উলূম মাদ্রাসা মাঠে দাফন করা হয়।
আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও এবং সব সময় তোমার জিকির করার তৌফিক দান কর,! #আমিন 



সুত্রঃ অনলাইন
- জুম আইটিতে ফিল্যান্সিং শিখুন- ভর্তি ফরম পূরন করতে ( এখানে ক্লিক করুন)
জুম আইটি
থানাহাট বাজার,চিলমারী,কুড়িগ্রাম
01911146407
Post a Comment